ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ নারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ নারী নিহত

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকসুদা খাতুন (৩৫) ও শিরিন আক্তার (৪০) নামে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার শুভল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি রংপুরে বলে পুলিশ জানিয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেলের প্রধান সৈকত শাহীন বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকাগামী এপি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী পেঁয়াজ ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস যাত্রী মাকসুদা খাতুন ও মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নেওয়ার পর শিরিন আক্তারের মৃত্যু হয়।

এ সময় আরো চারজন আহত হন। তাদের কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বাস ও ট্রাক আটক করা হলেও দুই চালকই পালিয়ে য‍ায়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।