ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মরমী কবি পাগলা কানাইয়ের ২০৭তম জন্ম উৎসব শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
মরমী কবি পাগলা কানাইয়ের ২০৭তম জন্ম উৎসব শুরু মরমী কবি পাগলা কানাইয়ের ২০৭তম জন্ম উৎসব শুরু-ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ‘জিন্দা দেহে মুরদা বসন, থাকতে কেন পরনা, মন তুমি মরার ভাব জান না, মরার আগে না মরিলে পরে কিছুই হবে না’ এমন অসংখ্য গানের স্রষ্টা মরমী কবি পাগলা কানাইয়ের ২০৭তম জন্মজয়ন্তী বৃহস্পতিবার (৯ মার্চ)।

এ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা।

বৃহস্পতিবার সকালে কবির মাজার ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে আলোচনা সভা, লাঠিখেলা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, খুলনা বিভাগীয় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান ও স্মৃতি সংরক্ষণ সংসদের সহ সভাপতি নজরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম জামান প্রমুখ।

পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের দপ্তর সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাগলা কানাইয়ের গবেষক আক্কাস আলী।

সভা শেষে মুতাছিম বিল্লাহ মিন্টুর লেখা `চারণ কবি পাগলা কানাই’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে-কবি রচিত ধুয়াজারী গান পরিবেশন, নাটক ও পালাগান। শনিবার (১১ মার্চ) শেষ হবে এ জন্মজয়ন্তী উৎসব।

লোক সাধনা ও মরমী সঙ্গীতের কবি ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে বাংলা ১২১৬ সালের ২৫ ফাল্গুন জন্মগ্রহণ করেন এবং বাংলা ১২৯৬ সালের ২৮ আষাঢ় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।