ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মরদেহ আনতে ভারত সীমান্তে বাংলাদেশের প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
মরদেহ আনতে ভারত সীমান্তে বাংলাদেশের প্রতিনিধি দল মরদেহ আনতে ভারত সীমান্তে বাংলাদেশের প্রতিনিধি দল

ফেনী: ফেনীর ফুলগাজীর বদরপুর সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত আনসার সদস্যের মরদেহ আনার জন্য সীমান্তে গেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার ( ৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় প্রতিনিধি দলটি ভারত সীমান্তে প্রবেশ করে।

প্রতিনিধি দলের মধ্যে রয়েছে ৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকতা মেজর আশ্রাফ, ফেনী সহকারী পুলিশ সুপার ঔক্য সিং, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম।

এসময় ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ত্রিপুরা ভারত ৮৬ ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শ্রী সুরেন দাস, লেফটেন্যন্ট কর্নেল নরেশ মনোহর, কোম্পানি কমান্ডার সত্যপাল।

এর আগে বুধবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
বুধবার দিনগত রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।