বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বিকেল ৩টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই ঈসব আলী অভিযোগ করে বলেন, হাসান ও আপন বন্ধু ছিল। আগে তারা এক সঙ্গে চলাফেরা করলেও সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। আপন ও তার অন্য বন্ধুরা হাসানকে তাদের সঙ্গে থেকে ব্যবসা করার জন্য প্রায়ই প্রস্তাব দিলেও তিনি তাতে রাজি হইনি। এনিয়ে আপনের সঙ্গে হাসানের মনোমালিন্য হয়।
ঈসব আরো জানান, বৃহস্পতিবার দুপুরে আপনের নেতৃত্বে তিনটি সিএনজিচালিত অটোরিকশায় করে দুর্বৃত্তরা ল্যাংড়া বাজারে গিয়ে প্রকাশ্যে হাসানকে গুলি ও কুপিয়ে হত্যা করে।
স্থানীয় খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম সোহাগ জানান, পূর্ব শত্রুতায় জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আপনকে ক’দিন আগে হাসান মারধর করেছিল। ধারণা করা হচ্ছে এর প্রতিশোধ নিতেই আপন ও তার লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি জানান, নিহত হাসান দু’টি হত্যাসহ মোট ৬টি মামলার আসামি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেকে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমএএএম/এসএইচ