বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে জান্নাতুলের ভাই মো. কাউসার বাদী হয়ে অপমৃত্যুর মামলাটি দায়ের করেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জান্নাতুলের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
ইডেনের রাজিয়া হলের-২০৯ নম্বর কক্ষের ছাত্রী লাজুক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ভোরে আমরা অনেকেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দোতলার রিডিং রুমে গিয়ে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে জান্নাতুলের মরদেহ ঝুলতে দেখি।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কলেজের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দ্বিতীয় তলার রিডিং রুম থেকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাতুল কেমিস্ট্রি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার রুম নম্বর-২১০। বাড়ি দিনাজপুরে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরএটি/আরআইএস/জেডএস