ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ৪ অবৈধ ভিওআইপি ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
না’গঞ্জে ৪ অবৈধ ভিওআইপি ব্যবসায়ী আটক না’গঞ্জে ৪ অবৈধ ভিওআইপি ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে অবৈধ ভিওআইপি (ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের কাছ থেকে ১ হাজার ২৮৪টি সিমসহ ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৫টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জান‍ানো হয়।  

আটকরা হলেন- নোয়াখালীর আবু নোমান খসরু (৪২), ফয়েজ আহমেদ রাজু (৩৫), ফেনীর আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন ওরফে মিশু (৩২) ও চট্টগ্রামের মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখার একটি টিম বুধবার (৮ মার্চ) দিনগত রাতে প্রথমে সানারপাড় লন্ডন মার্কেটে অভিযান চালিয়ে মিশুকে আটক করে। তার দেওয়া তথ্যমতে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের সরঞ্জামসহ মামুন নামে এক দোকান মালিককে আটক করে পুলিশ।  

সম্মেলনে আরও জানানো হয়, এদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার মধ্য বাড্ডার একটি বাসা থেকে রাজু ও খসরুকে আটক করে ডিবি। একই বাসা থেকে ১ হাজার ২৮৪টি সিমসহ ভিওআইপি ব্যবসা পরিচালনার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।   

সংব‍াদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭ 
আরআর/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।