বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৫টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- নোয়াখালীর আবু নোমান খসরু (৪২), ফয়েজ আহমেদ রাজু (৩৫), ফেনীর আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন ওরফে মিশু (৩২) ও চট্টগ্রামের মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখার একটি টিম বুধবার (৮ মার্চ) দিনগত রাতে প্রথমে সানারপাড় লন্ডন মার্কেটে অভিযান চালিয়ে মিশুকে আটক করে। তার দেওয়া তথ্যমতে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের সরঞ্জামসহ মামুন নামে এক দোকান মালিককে আটক করে পুলিশ।
সম্মেলনে আরও জানানো হয়, এদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার মধ্য বাড্ডার একটি বাসা থেকে রাজু ও খসরুকে আটক করে ডিবি। একই বাসা থেকে ১ হাজার ২৮৪টি সিমসহ ভিওআইপি ব্যবসা পরিচালনার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরআর/এএ