ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু শনিবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ময়মনসিংহে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু শনিবার  ময়মনসিংহে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু শনিবার-ছবি বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা শুরু হচ্ছে শনিবার (১১ মার্চ)। 

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন এ তথ্য জানান।  

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর জিমনেসিয়াম প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলার আয়োজন করা হয়েছে।

 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।  

বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চারটি প্যাভিলিয়নের মাধ্যমে নাগরিক সেবা দেওয়ার কার্যক্রমগুলো উপস্থাপন করা হবে। প্যাভিলিয়ন এক এ থাকবে বিভাগের চারটি জেলার শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দফতর, তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত তথ্য ও সেবা। প্যাভিলিয়ন দুই এ থাকবে চারটি জেলার শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টারের সেবাগুলোর তথ্য উপস্থাপনের ব্যবস্থা।  

প্যাভিলিয়ন তিন এ থাকবে বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বিষয়ক নতুন উদ্ভাবন ও এটুআই প্রকল্পের শিক্ষা সংশ্লিষ্ট উদ্ভাবনী উদ্যোগ এবং সরকারের দক্ষ জনবল ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহিত পদক্ষেপগুলোর উপস্থাপন।

প্যাভিলিয়ন চার এ বিভিন্ন নাগরিক সমস্যা বিষয়ে তরুণ উদ্ভাবকেরা তাদের প্রস্তাবিত সমাধানের প্রটোটাইপ উপস্থাপন করবেন।

এছাড়া জেলা ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে চারটি স্টলে ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ব্র্যান্ডিং বিষয়ক তথ্য উপস্থাপন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭ 
এমএএএম/আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।