বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খুদা বাংলানিউকে জানান, খবর পেয়ে নলভোগ এলাকার ফরিদ মিয়ার বাসা থেকে সুপ্রিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি খুলনা পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামে। সুপ্রিয়া তার স্বামী জয় মণ্ডলের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত সুপ্রিয়া গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এজেডএস/টিআই