বৃহস্পতিবার (০৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ বালুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া চাপাদহ বালুয়া গ্রামের ওয়ালিউর রহমানের মেয়ে।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, চাপাদহ বালুয়া গ্রামের ওয়ালিউর রহমানের পাশের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। সন্ধ্যার দিকে ওই বাড়িতে দু’টি বাস ও মাইক্রোবাসে বরযাত্রী আসেন। বরযাত্রীরা নামার পর মাইক্রোবাসটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার সময় হঠাৎ সুমাইয়া দৌড় দেয়। এতে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/জেডএস