ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থা’র চেয়ারপারসন বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থা’র চেয়ারপারসন বাংলাদেশ রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থা’র চেয়ারপারসন বাংলাদেশ

নেদারল্যান্ডের দি হেগ-এ অবস্থিত রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা’র নির্বাহী পর্ষদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছে বাংলাদেশে।  এই প্রথম বারের মতো বাংলাদেশ সংস্থাটির একটি শীর্ষ পদে নির্বাচিত হলো।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, নির্বাহী পর্ষদের চেয়ারপারসন পদে বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা এবং অবদান রাখবে।

আন্তর্জাতিকভাবে অস্ত্র নিরস্ত্রীকরণ এবং তার বিস্তার প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার বা অবদানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সন্তোষজনক মনোভাবেরই প্রতিফলন এটা।  

নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থাতে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি শেখ মুহম্মদ বেলাল নির্বাহী পর্ষদের চেয়ারপারসন পদে ২০১৭ সালের ১২ মে থেকে ২০১৮ সালের ১১ মে মেয়াদের জন্য নির্বাচিত হলেন।  
রাষ্ট্রদূত বেলাল সহজেই তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের রাষ্ট্রদূতের বিপরীতে সমর্থন লাভ করেন। এ অনানুষ্ঠানিক ভোট পাকিস্তান প্রার্থীর পক্ষে মাসব্যাপী নজিরবিহীনভাবে আন্তর্জাতিক প্রচারণাকে পরাভূত করে।  

৪১ সদস্য ৭ থেকে ১০ মার্চ ৮৪তম অধিবেশনে ২০১৭-১৮ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশের রাষ্ট্রদূতকে নির্বাচিত করে।  

রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থাতে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি শেখ মুহম্মদ বেলাল১৯৯৭ সাল থেকে এ সংস্থার যাত্রা শুরুর পর থেকে রাষ্ট্রদূত বেলাল হবেন পর্ষদের ২০তম চেয়ারপারসন। পর্যায়ক্রমিক আবর্তনের ফলে প্রতি পাঁচ বছর পরপর এশিয়া গ্রুপ এই গুরুত্বপূর্ণ পর্ষদের চেয়ারপারসন হবার সুযোগ পেয়ে আসছে।

এ পর্যন্ত এশিয়া গ্রুপ থেকে চারবার এই দায়িত্ব পালন করা হয়েছে। এই চারবারের মধ্যে দু’বার ভারত এবং শ্রীলংকা ও ফিলিপাইন একবার করে চেয়ারপারসনের দায়িত্বে নির্বাচিত হয়েছেন। ভারতের প্রখ্যাত রাষ্ট্রদূত প্রভাকর মেনন ছিলেন পর্ষদটির প্রথম চেয়ারপারসন (১৯৯৭-৯৮)।  

এর আগে চলতি বছরের ৬ মার্চ ৫৩ সদস্য বিশিষ্ট এশিয়া গ্রুপ রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালকে অনানুষ্ঠানিক ভোটের মাধ্যমে নির্বাহী পর্ষদের চেয়ারপারসন পদে ২০১৭-১৮ মেয়াদের জন্য মনোনীত করে।  

বাংলাদেশ অন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা বজায় এবং উন্নয়নে তার অগ্রণী ভূমিকা এবং তার প্রার্থী রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালের অভিজ্ঞতা তুলে ধরে। সংস্থার বিভিন্ন কার্যক্রম এবং এর একাধিক কমিটিতে রাষ্ট্রদূত বেলালের সক্রিয় অংশগ্রহণ তার প্রার্থীতাকে সবসময়ই এগিয়ে রেখেছে।

বাংলাদেশ রাসায়নিক অস্ত্র কনভেনশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। রাসায়নিক অস্ত্র কনভেনশন হলো আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি যা রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ এবং ব্যবহার নিষিদ্ধ করে এবং বিদ্যমান মজুদ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিনষ্টের বাধ্যবাধকতা আরোপ করে।  

দি হেগে অবস্থিত রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা হলো রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নকারী সংস্থা। যা সদস্য দেশগুলোকে পর্যবেক্ষণ করে থাকে এবং সদস্য দেশগুলোকে বাধ্যতামূলক বাৎসরিক প্রতিবেদনের সত্যতা যাচাই করে। এছাড়াও রাসায়নিক দ্রব্যের চলাচল নিয়ন্ত্রণ এবং সচিবালয়ের পরিদর্শকদের নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করে থাকে।  

রাসায়নিক অস্ত্র বিস্তার প্রতিরোধে অসামান্য অবদানের জন্য রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ১৯২ সদস্য রাষ্ট্র নিয়ে সংস্থাটি ১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়ন করেছে। বাংলাদেশ ১৯৯৩ সালের ১৪ জানুয়ারি এ কনভেনশনে স্বাক্ষর করে এবং ১৯৯৫ সালের ২৫ এপ্রিল অনুসমর্থন করে।  

দীর্ঘ প্রায় এক দশক বিরতির পর ২০১৫ সালে বাংলাদেশ দুই বছরের জন্য (২০১৬-১৮) পুনরায় নির্বাহী পর্ষদের সদস্য নির্বাচিত হলো।   

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।