ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ইটনার বাদলা ইউনিয়নে বিদ্যু‍ৎ সংযোগের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ইটনার বাদলা ইউনিয়নে বিদ্যু‍ৎ সংযোগের উদ্বোধন ইটনার বাদলা ইউনিয়নে বিদ্যু‍ৎ সংযোগের উদ্বোধন-ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নে বিদ্যু‍ৎ সংযোগের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা-বর্শিকুড়া বাজার মাঠে এ বিদ্যু‍ৎ সংযোগের উদ্বোধন করা হয়। এতে এখন থেকে বাদলা ইউনিয়নের ছয়টি গ্রামের মানুষ বিদ্যু‍ৎ সুবিধা পাবে।

বাদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএ গণি ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান, রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতির পরিচালক মো. ইদ্রিস আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।