বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা-বর্শিকুড়া বাজার মাঠে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। এতে এখন থেকে বাদলা ইউনিয়নের ছয়টি গ্রামের মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।
বাদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএ গণি ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান, রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতির পরিচালক মো. ইদ্রিস আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/