ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় তিন ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ফতুল্লায় তিন ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় এবং পরিবেশ দূষণের অভিযোগে তিন ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনীম জেবিন বিনতে শেখের নেতৃত্বে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে ইটভাটায় অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে অবস্থিত বক্তাবলীর আকবরনগর এলাকায় কবির হোসেনের মালিকানাধীন মেসার্স ন্যাশনাল ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা, প্রতাবনগর এলাকায় জাহাঙ্গীরের মালিকানাধীন আকবর ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা ও হাজী আব্দুল মান্নানের মালিকানাধীন মেসার্স দেওয়ান ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও বলেন, বক্তাবলীসহ আশেপাশের এলাকাগুলোতে যেসব ইটভাটা গড়ে উঠেছে তারা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের নিয়ম অনুযায়ী ইটভাটা পরিচালনা করছে না। তাদেরকে একাধিকবার তাগিদ দেওয়া সত্ত্বেও কাগজপত্র ঠিক করেনি। এজন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে বক্তাবলীর ইটভাটাগুলোতে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।