স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির।
জানা যায়, ৮ নং চাঁদপুরা ইউনিয়নের মেম্বর নজরুল ইসলামের বিরুদ্ধে ২০১৬ সালের ২৫ অক্টোবর উত্থাপিত ভিজিডির ৬০ কেজি চাল উত্তোলন এবং দরিদ্র পরিবারের তালিকা প্রণয়নে অনিয়ম, স্বজনপ্রীতি ও চাল আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। যার প্রেক্ষিতে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমএস/আরএ