ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে শিশু চুরি চক্রের ২ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
নারায়ণগঞ্জে শিশু চুরি চক্রের ২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ: শিশু মরিয়ম চুরি চক্রের মূল হোতা আল আমিন (৩৪) ও তার স্ত্রী সালমা বেগমকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গ্রেফতার হওয়া আল আমিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াদা এলাকার বাসিন্দা।  

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টায় র‌্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গত ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহ আলী থানা এলাকার বাসিন্দা সেতু র‌্যাবের কাছে তার ৮ মাসের মেয়ে মরিয়মের নিখোঁজের অভিযোগ দেন। পরে র‌্যাব তদন্ত করে নিশ্চিত হয় অপরাধীরা নারায়ণগঞ্জে অবস্থান করছেন। গত ২৮ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দরে অভিযান চালিয়ে মরিয়মকে উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত মাসুম, তানিয়া ও মৌসুমীকে গ্রেফতার করা হয়।  

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে শিশু মরিয়মকে চুরি ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে তারা।  মরিয়ম ঢাকার মিরপুরে যে বাসায় থাকতো, তার পাশেই বসবাস করতেন আল আমিন ও সালমা। গত ১৯ ফেব্রুয়ারি মরিয়মকে তারা ঘর থেকে চুরি করেন। আল আমিন তার বোন মিনারা ওরফে তানিয়ার মাধ্যমে মরিয়মকে নিঃসন্তান মাসুম ও তার স্ত্রী মৌসুমীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭ 
আরআর/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।