ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবা-মোটরসাইকেলসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
বরিশালে ইয়াবা-মোটরসাইকেলসহ যুবক আটক

বরিশাল: বরিশালে ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল ও ইয়াবা বিক্রিত টাকাসহ মো. শাকিল খাঁন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল কাউনিয়া মধু মিয়ার পুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক শাকিল বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার মো. শাহআলম খাঁনের ছেলে ও বরিশাল নগরের রুপাতলীর গাউছিয়া সড়ক মল্লিক ভিলার ভাড়াটিয়া।

আটকের সময় তার কাছ থেকে ১৯ পিস লাল-গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, লাল রংয়ের ১৫০ সি.সি পালসার মোটরসাইকেল, ইয়াবা বিক্রিত নগদ ৮ হাজার ১শ’ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি’র এসআই হেলালুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।