বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বরিশাল র্যাব-৮ এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুরের কলসগ্রামে এ অভিযান চালায়।
পরে আটক ব্যক্তিদের বিকেল সাড়ে ৪টায় বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-আব্দুল জলিল হাওলাদার (২৫), মো. দুলাল ফকির (৪০), ফরিদ হাওলাদার (৪৮) ও পায়েল হাওলাদার (১৮)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ এর ডিএডি ইসমাইল হোসেন জানান, যৌন উত্তেজক ভেজাল পানীয় দণ্ডপ্রাপ্তরা নিজেদের হেফাজতে রেখে বিক্রি করতেন। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ১ হাজার ৫ বোতল পানীয় জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নির্দেশে বরিশাল সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডে পানীয়গুলো ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমএস/আরএ