ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ওষুধ কারখানার মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ফরিদপুরে ওষুধ কারখানার মালিককে জরিমানা

ফরিদপুর: ফরিদপুরে শহরের কমলাপুর এলাকায় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বেলসেন ফার্মাসিটিক্যালস লিমিটেডে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফার্মাসিটিক্যালসটির নানা অনিয়মের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে ১টার দিকে এ অভিযান চালানো হয়।

ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম এবং জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ও ড্রাগ সুপার সহায়তা করেন।  

জানা যায়, বাজারে প্রচলিত বিভিন্ন নামি ব্র্যান্ডে প্যাকেট ও লেভেলের ডিজাইন নকল করে ওষুধ প্রস্তুত ও বিপণন করতো প্রতিষ্ঠানটি। এছাড়া অনুমোদিত ওষুধের লোগে বা ডিজাইন পরিবর্তন করা, বাক্সে এবং ওষুধের পাতায় প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেয়াসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ওই ফার্মাসিটিক্যালসের মালিক ফজলুল কবির চাঁদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।