ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

খালেদার সঠিক জন্ম তারিখ জানানো সরকারের দায়িত্ব, বললেন ইনু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
খালেদার সঠিক জন্ম তারিখ জানানো সরকারের দায়িত্ব, বললেন ইনু সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু-ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: তথ্য অধিকার আইন প্রয়োগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মরহস্য উন্মোচন করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘তথ্য অধিকার আইন ও গভীরতাধর্মী সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, তথ্য অধিকার আইন প্রয়োগ করে খালেদা জিয়ার জন্মরহস্য উন্মোচন করার সময় এসেছে। পাসপোর্ট, জন্মসনদ হিসেবে তার সঠিক জন্ম তারিখ কোনটি, রাষ্ট্রকে তা বের করে জনগণকে জানাতে হবে।
 
একই সঙ্গে জিয়া যে স্বাধীনতার ঘোষক না, এই  সঠিক তথ্যও রাষ্ট্রকে সরবরাহ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসকেবি/আরআর/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।