মোবাইল ফোনের মাধ্যমে মাদকের অর্ডার নিয়ে ক্রেতার কাছে সরবরাহ করতো এ চক্রের সদস্যরা। আর এজন্য চক্রের সদস্যরা দু’টি প্রাইভেটকার ব্যবহার করতো বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন- মো. বাবুল (৩৩), মো. সবুজ (২০), মো. সাইফুল ইসলাম (৩০) ও জসিম (১৮)। এসময় তাদের সঙ্গে থাকা দু’টি প্রাইভেটকারের ভেতর থেকে থেকে ৪০০ ক্যান বিয়ার, ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে বনানী এলাকার ১১ ও ১৫ নম্বর রোড থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর ইসতিয়াক আহমেদ বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে তারা ভাসমানভাবে রাজধানীতে মাদক সরবরাহ করে আসছিলো। এ চক্রের সদস্যরা মোবাইল ফোনের মাধ্যমে মাদকের অর্ডার নিয়ে ক্রেতার কাছে সরবরাহ করতো।
তিনি বলেন, বিভিন্ন ওয়্যারহাউজ থেকে তারা মাদক সংগ্রহ করে দু’টি প্রাইভেটকারে রাখতো। আর এসব তারা ঘুরে ঘুরে বিক্রি করতো।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা দু’টি প্রাইভেটকারের মধ্য থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসজেএ/জেডএস