বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকেল ৫টার দিকে দক্ষিণ মান্দার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসমা ভোলার চরফ্যাশন উপজেলার রুহুল আমিনের মেয়ে।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের ওপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরআইএস/টিআই