ভারত সীমান্তে অনুপ্রেবেশের দায়ে তাকে দক্ষিণ ত্রিপুরার কারগারে পাঠানো হয়েছে।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা।
তিনি জানান, দীর্ঘ সময় তার কোন খবর না পেলেও অবশেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)তার সন্ধ্যান দিয়েছে। তারা জানায়, সুমন ত্রিপুরার কারাগারে রয়েছে।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে নিহত আনসার সদস্যের মরদেহ বাংলাদেশের প্রতিনিধি দলের কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
এর আগে বুধবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বুধবার দিনগত রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাকেও কুপিয়ে আহত করে মাদক ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
আরএ