ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলায় নদীতে পড়ে শিশু নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
কীর্তনখোলায় নদীতে পড়ে শিশু নিখোঁজ

বরিশাল: বরিশালের রসুলপুর ব‌স্তি সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে ইরান শরীফ (৪) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস বরিশাল নৌ স্টেশনের ডুবু‌রি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি নিখোঁজ হয়।

ইরান ব‌রিশাল নগরের রসুলপুর বস্তি এলাকার দিনমজুর রিপন শরীফের ছেলে।
 
ফায়ার সার্ভিস বরিশাল নৌ স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল রসুলপুর চর কলোনিতে যাই।
ঘটনাস্থলে পৌঁছার পরে জানতে পারি সকালে বাবার সঙ্গে গিয়ে নদীতে পড়ে শিশুটি নিখোঁজ হয়। কিন্তু ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয় বিকেলে।

তিনি আরো বলেন, শিশুটি নদীর যে স্থানে নিখোঁজ হয়েছে, সেখানে প্রবল স্রোত থাকার পরও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা খোঁজাখুঁজি করে। কিন্তু কোনো সন্ধান পাননি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।