অভিযানের ৫ম দিন ৭ চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ লাখ ৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায়, ৭৬টি মামলা এবং ফিটনেসবিহীন ৪টি বাস ডাম্পিং করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর মতিঝিল, কমলাপুর ও ধানমন্ডি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা বাংলানিউজকে বলেন, রাজধানীতে বিশ বছরের বেশি পুরনো ও মেয়াদোত্তীর্ণ কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এজন্য ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিএসসিসি’র এ অভিযান অব্যাহত থাকবে
তিনি বলেন, অভিযানের ৫ম দিনেও রাজধানীর তিনটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ১ লাখ ৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায়, ৭৬টি মামলা, ৭ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ফিটনেসবিহীন ৪টি বাস ডাম্পিং করা হয়েছে।
মতিঝিল এলাকার রাজউক ভবনের পশ্চিম পাশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা নাসরিনের মোবাইল কোর্টে ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ফিটনেসবিহীন গাড়ি চালানো ও গাড়ির কাগজপত্র ঠিক না থাকার দায়ে ২০টি মামলা দেওয়া হয়।
এদিকে, রাজধানীর কমলাপুর এলাকায় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার। যানবাহনের ফিটনেস না থাকায় ও লাইসেন্সবিহীন চালক এবং গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় অভিযানে মোট ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা, ৪৩টি মামলা, ৪টি বাস ডাম্পিং এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকায় ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার পরিচালিত মোবাইল কোর্টে ফিটনেসবিহীন যানবাহন ও কাগজপত্র ঠিক না থাকায় ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা, ২ চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৩টি মামলা দেওয়া হয়।
এদিকে, বিশ বছরের বেশি পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ডিএসসিসি’র অভিযানে ৫ দিনে মোট ৩৪ চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩৪৪টি মামলা, ২৭টি বাস ও লেগুনা ডাম্পিং এবং ৬ লাখ ৪৯ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসজেএ/আরআর/জেডএস