বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কেসি কলেজের সাধারণ ছাত্ররা এ কর্মসূচি পালন করে।
জানা যায়, দীর্ঘদীন ধরে শহরের কেসি কলেজের সামনের রাস্তা সহ বেশকিছু রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
রাস্তাগুলো মেরামতের দাবি জানিয়ে আসছিলো সাধারণ মানুষসহ কেসি কলেজের ছাত্র ছাত্রীরা। কিন্তু রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় সাধারণ ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর অফিস ঘেরাও করে।
পরে তার কক্ষ বন্ধ থাকায় বিক্ষোভরত ছাত্ররা কক্ষের বাইরে থেকে একটি তালা লাগিয়ে নির্বাহী প্রকৌশলীকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে নির্বাহী প্রকৌশলীকে উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) আনিছুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সড়ক ও জনপদ অফিসে গিয়ে তালা ভেঙে প্রকৌশলী সেলিম আজাদ খানকে উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান বাংলানিজউকে বলেন, অফিসের লোকজনের মাধ্যমে জানতে পারি সাধারণ ছাত্ররা এসে রুমে তালা লাগিয়ে দিয়েছে। পরে পুলিশ এসে তালা ভেঙে আমাকে উদ্ধার করে। তাদের কি সমস্যা আমি এখনও কিছুই জানিনা।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
আরএ