ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৫ ল‍াখ টাকার মিশ্রন জাতীয় পদার্থ উদ্ধার, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
বরগুনায় ৫ ল‍াখ টাকার মিশ্রন জাতীয় পদার্থ উদ্ধার, আটক ১

বরগুনা: বরগুনায় অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ডিটারজেন্ট পাউডার ও সেমাই উদ্ধার করেছে পুলিশ। এসময় লাইলি বেগম (৪২) নামে এক নারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা শহীদ স্মৃতি সড়কের বাড়িয়ালপাড়া এলাকা থেকে মো. মাসুম আকনের কারখানায় এ অভিযান চালানো হয়।

অভিযানে বনফুল সেমাই, ঘড়ি ডিটারজেন্ট পাউডার, রিম ডিটারজেন্ট পাউডারসহ প্রায় ১৫ বস্তা মিশ্রন জাতীয় পদার্থ উদ্ধার করা হয়।

আটক লাইলি শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা ওয়াহেদ মল্লিকের স্ত্রী।
 
লাইলি বাংলানিউজকে জানান, কারখানার মালিক মাসুম তার মেয়ে জামাই। কারখানায় উৎপাদিত পণ্যদ্রব্য বাজারজাতকরণের জন্য মাসুম শহরে গিয়েছেন। তাছাড়া কারখানায় অনুমোদন পেতে কাগজপত্রও জমা দেওয়া হয়েছে।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধ প্রায় পাঁচ লাখ টাকার মিশ্রন জাতীয় দ্রব্য উদ্ধার ও ঘটনাস্থল থেকে লাইলি নামে একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।