ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে গাঁজাসহ ছেলে-মেয়ে-মা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
লালমনিরহাটে গাঁজাসহ ছেলে-মেয়ে-মা আটক

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় ৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা ছেলে, মেয়ে ও মাকে আটক করেছে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মোঘলহাট ইউনিয়নের মেঘারাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন-বগুড়ার গাবতলী উপজেলার শ্যালিকাগাড়ি ফকিরপাড়া এলাকার বাদশা মিয়ার স্ত্রী জাহানারা বেগম সুখি (৪৫), তার ছেলে রনি মিয়া (১৫) ও মেয়ে বগুড়া সদর উপজেলার শ্বশুবদেনী গ্রামের রনজু মিয়ার স্ত্রী রিয়া বেগম জনি (২১)।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহীন আলী বাংলানিউজকে জানান, গাঁজা ভর্তি ব্যাগ বগুড়া নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মেঘারাম এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। পরে
ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) কায়ছার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এসব গাঁজা বগুড়া নিয়ে যাওয়া হচ্ছিল।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।