ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাস চাপায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
বাস চাপায় কলেজছাত্র নিহত এনা পরিবহনের একটি বাস

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের একটি বাসের চাপায় আবু বকর (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে সাড়ে ৫টার দিকে দরগা গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, দুর্টনার পর মূমুর্ষূ অবস্থায় আবু বকরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।


 
নিহত আবু বকর মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের আইয়ূব আলীর ছেলে।  

ওসি মোঃ জাকির হোসেন বলেন, বিকেলে আবু বকর কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এনা পরিবহনের সিলেটগামী একটি বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়।  

বাংলাদেশ সময় ২৩২৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।