ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহত

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টরের ধাক্কায় জাকারিয়া (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আব্দুল খালেক (২৫) নামের অপর আরোহী। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধায় ঘটনাটি ঘটে।

নিহত জাকারিয়া উপজেলার বড়শশি ইউনিয়নের চিলাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও ভাউলাগঞ্জ হাজী আজাহার উদ্দীন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

আহত আব্দুল খালেক নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সব্দীগছ গ্রামের সফিকুল ইসলামের ছেলে।  

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বাংলা নিউজকে জানান, মোটরসাইকেল আরোহীরা ভাউলাগঞ্জ বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে এ দুরঘটনায় পড়েন। তিনি জানান, বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাকারিয়ার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আহত আব্দুল খালেককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময় ০০৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।