বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধায় ঘটনাটি ঘটে।
নিহত জাকারিয়া উপজেলার বড়শশি ইউনিয়নের চিলাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও ভাউলাগঞ্জ হাজী আজাহার উদ্দীন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বাংলা নিউজকে জানান, মোটরসাইকেল আরোহীরা ভাউলাগঞ্জ বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে এ দুরঘটনায় পড়েন। তিনি জানান, বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাকারিয়ার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
আহত আব্দুল খালেককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময় ০০৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএমকে