ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় ইয়াবাসহ ৬ যুবক আটক, পরে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
বরগুনায় ইয়াবাসহ ৬ যুবক আটক, পরে গ্রেফতার ১

বরগুনা : বরগুনায় সাউন্ডবক্সের মধ্যে লুকিয়ে রাখা ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ছয় যুবককে প্রাথমিকভাবে আটক করে পরে দূর্জয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি পাচঁ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহষ্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সদর থানায় একজনকে গ্রেফতার করে বাকিদেরকে ছেড়ে দেয়া হয়।

এর আগে ওইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা এলাকা থেকে ওই ৬ জনকে আটক করে পুলিশ।

 

সদর থানার এসআই বশির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। কুয়াকাটায় ঘুরতে যাওয়া ওই যুবকদের কাছে ব্যাগের মধ্যো থাকা গান শোনার সাউন্ডবক্সের স্ক্রু খুলে ভিতরে ১২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।  

গ্রেফতার দূর্জয় বরগুনা কলেজ ব্রাঞ্চ রোডের বাসিন্দা শ্যামল অধিকারির ছেলে।  

বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক বাংলানিউজকে জিজ্ঞাসাবাদের পর একজনকে আটক রেখে বাকিদেরকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময় ০১১২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।