ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে আসামির বাসা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ময়মনসিংহে আসামির বাসা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ : ময়মনসিংহে চাঞ্চল্যকর হাসান মিয়া (২৫) হত্যা মামলার সন্দেহভাজন আসামি মামুনের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১৪। 

বৃহস্পতিবার (০৯ মার্চ) রাতে তার বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেব।  

এর আগে বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় পূর্ব শত্র“তার জের ধরে দু’টি হত্যা মামলাসহ ৬ মামলার আসামি হাসান মিয়াকে (২৫) গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময় ০২২৭ ঘন্টা, মার্চ ১০, ২০১৭ 
এমএএএম/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।