নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ছয়টি পদে ভোট গ্রহণ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বাকি পাঁচ পদের প্রার্থীরা।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ড. মোজাম্মেল চৌধুরী।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক পদে হাবিবুল ইসলাম হাবিব, লিগ্যাল এইড সম্পাদক পদে মুহাম্মদ কামরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাফর ইকবাল সুমন।
প্রধান নির্বাচন কমিশনার মোজাম্মেল চৌধুরী জানান, নির্বাচনে ১৪৫ জন ভোটারের মধ্যে ১৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ইতোপূর্বে কার্যনিবাহী সদস্য পদে চারজন ও লাইব্রেরি সম্পাদক পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমআইএইচ/এমএমকে