শহরের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন, অল্প সময়ের জন্য ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়নি।
দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার না হওয়ায় রাস্তার উপরে থাকায় সড়কের এক পাশ থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (১০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।
দিনাজপুর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড রেলক্রসিংয়ের গেট কিপার মো. রফিকুল ইসলাম জানান, ফুলবাড়ী উপজেলার দিক থেকে পাট বোঝাই ট্রাকটি ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়ার সময় চালক ঘুমিয়ে পড়লে এঘটনা ঘটে।
বাংলাদেশ সময় ০৬৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএমকে