ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঘুমন্ত চালক, পাট বোঝাই ট্রাক আইল্যান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ঘুমন্ত চালক, পাট বোঝাই ট্রাক আইল্যান্ডে পাট বোঝাই ট্রাক আইল্যান্ডে

দিনাজপুরে ঘুমন্ত অবস্থায় চালানোর সময় পাট বোঝাই ট্রাক (কুষ্টিয়া- ট ১১-১০৯২) সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আইল্যান্ডের একটি অংশ ভেঙ্গে যায়। 

শহরের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন, অল্প সময়ের জন্য ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়নি।

 

দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার না হওয়ায় রাস্তার উপরে থাকায় সড়কের এক পাশ থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।

দিনাজপুর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড রেলক্রসিংয়ের গেট কিপার মো. রফিকুল ইসলাম জানান, ফুলবাড়ী উপজেলার দিক থেকে পাট বোঝাই ট্রাকটি ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়ার সময় চালক ঘুমিয়ে পড়লে এঘটনা ঘটে।  

বাংলাদেশ সময় ০৬৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএমকে
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।