শুক্রবার (১০ মার্চ) ভোররাতে ৩/৪ জন দুর্বৃত্ত চার্চে ঢোকার চেষ্টা করলে বাধা দেন নিরাপত্তা প্রহরী গিলবার্ড। এসময় তার ওপর চড়াও হয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
চার্চের পরিচালনা কমিটির সদস্য মার্টিন রোজারিও জানান, দুর্বৃত্তদের হামলায় প্রহরীর চিৎকারে বের হয়ে আসেন চার্চের ফাদার দিলীপ ডি-কস্তা। এসময় তারা পালিয়ে যান।
আহতাবস্থায় গিলবার্ড ডি কস্তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চাটমোহর থানার এএসআই আহসান হাবীব।
এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এরা হলেন, রাজিব, মুরাদ ও ফরিদ।
গিলবার্ডের কপাল, হাত ও পায়ে আঘাতে জখম হয়েছে বলে জানান তিনি। তার বাড়ি চাটমোহরের লাউসিয়া গ্রামে।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমআইএইচ/এমএমকে