বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে এক বার্তায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জেবুন্নেছা শাম্মী এ তথ্য জানান।
নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ মার্চ, বাছাইয়ের তারিখ ২১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) হতে ২০ মার্চ সোমবার ছুটির দিনসহ সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে গ্রহণ করা হবে বলেও ঘোষণায় জানানো হয়েছে।
বাংলাদেশ সময় ০৭৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএমকে