ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিরলের বিজোড়া-পলাশবাড়ীর ভোট ১৬ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
বিরলের বিজোড়া-পলাশবাড়ীর ভোট ১৬ এপ্রিল

দিনাজপুর বিরল উপজেলার বিজোড়া ও পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে তফশীল ঘোষণা করা হয়েছে। তফশীল অনুযায়ী আগামি ১৬ এপ্রিল ভোট হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে এক বার্তায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জেবুন্নেছা শাম্মী এ তথ্য জানান।  

নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ মার্চ, বাছাইয়ের তারিখ ২১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।

 

শুক্রবার (১০ মার্চ) হতে ২০ মার্চ সোমবার ছুটির দিনসহ সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে গ্রহণ করা হবে বলেও ঘোষণায় জানানো হয়েছে।  

বাংলাদেশ সময় ০৭৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।