বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিবরুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ব্রিজের কাছে আদিবাসী অফিসের সামনে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুদা জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি গাছ কাটার করাত ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই নিহার রঞ্জনসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মিন্টু পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশার উপজেলার বাসিন্দা। তিনি আন্তঃজেলা ডাকাত দলের চিহ্নিত সদস্য, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
আরএ