ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিবান্ধায় কাপড় ভর্তি মাইক্রোবাসসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
হাতিবান্ধায় কাপড় ভর্তি মাইক্রোবাসসহ আটক ২

লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ভারতীয় কাপড় ভর্তি একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার বড়খাতা এলাকা থেকে মাইক্রোবাসসহ তাদের আটক হয়।

আটক ব্যক্তিরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার হালদাপাড়া এলাকার তাওহিদ আলীর ছেলে নাওসাদ (২৮) ও একই উপজেলার বাঙ্গালীপুর এলাকার জয়নুল আবেদিনের ছেলে আরিফ (২৯)।

রংপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) ধীরেন চন্দ্র মহাপাত্র বাংলানিউজকে জানান, পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে ভারতীয় পণ্যবোঝাই একটি মাইক্রোবাস আসছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বড়খাতা হাইওয়ে পুলিশ।
বড়খাতা এলাকায় মাইক্রোবাসটি পৌঁছলে পুলিশ সেটি আটক করে তল্লাশি চালায়। এসময় ১৫০ পিস শাড়ি ও ১শ’ পিস থ্রি-পিস উদ্ধার করা হয়। পরে নওসাদ ও আরিফকে আটক করা হয়।

আটককৃত এসব পণ্য কাস্টমস্ অফিসে জমা করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।