শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় পুলিশ মরদেহটি বালুতুপা এলাকার ফসলি জমি থেকে উদ্ধার করে। এর আগে ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একটি সাদা হায়েক্স মাইক্রোবাসে করে সদর দক্ষিণ থানা পুলিশের চার সদস্য এক মোটরসাইকেল আরোহীকে সদর দক্ষিণ উপজেলার ভারতের সীমান্তবর্তী লক্ষ্মীপুর এলাকা থেকে ধাওয়া করে। পরে সদরের বালুতুপা এলাকার সড়কে এসে আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে যুবকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে বালুতুপার এক ফসলি জমিতে নিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় স্থানীয় লোকজন পুলিশের ওই চার সদস্যকে ঘিরে ফেললে একজন পালিয়ে যায়। বাকী তিনজনকে স্থানীয়রা আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
সেসময় স্থানীয় উত্তেজিত জনতা পুলিশ বহনকারী গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভায়।
স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকাগুলোতে সদর দক্ষিণ থানা পুলিশের সদস্যরা সব সময় বেপরোয়া মনোভাব দেখায়। তারা স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে অনেক সাধারণ মানুষকে হয়রানি করে।
খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
আরএ