ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
রাজধানীতে বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি আটক আটক বিএমডাব্লিউ গাড়ি/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে একটি বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি আটক করেছে র‌্যাব-৩।

শুক্রবার (১০ মার্চ) র‌্যাব-৩ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে গোলাপবাগ এলাকার একটি বাড়ি থেকে বিএমডাব্লিউ প্রাইভেট কারটি আটক করা হয়।

মালিকবিহীন গাড়িটিতে ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করা হয়েছে। গাড়ির মূল্য সাড়ে তিন কোটি টাকা।

আটক বিএমডাব্লিউ/ছবি: বাংলানিউজএ বিষয়ে বাড়ির মালিক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হলে তার এক বন্ধু গাড়িটি রেখে গেছেন বলে জানান।

পরে ওই বন্ধু আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি একজনের কাছে টাকা পাবেন। টাকার বদলে গাড়িটি তাকে দিয়েছেন।

এ বিষয়ে বিআরটিএ-তে যোগাযোগ করলে গাড়িটির ভুয়া নম্বর প্রমাণিত হয়। মালিক হিসেবে কাউকে পাওয়া না যাওয়ায় গাড়িটি আটক করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
পিএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।