ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিভিন্ন মাদকসহ ১৭ ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
দিনাজপুরে বিভিন্ন মাদকসহ ১৭ ব্যবসায়ী আটক

দিনাজপুর: দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, চোলাই মদ, ফেনসিডিল ও নেশা জাতীয় ইনজেকশনসহ ১৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত গভীর রাত থেকে শুক্রবার (১০ মার্চ) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা, ২৬৫ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাই মদ, ১০ বোতল ফেনসিডিল ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে পৃথকভাবে বিভিন্ন থানায় ১৫টি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।