ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভাষাসৈনিক জয়নুল আবেদীনের জানাজা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ভাষাসৈনিক জয়নুল আবেদীনের জানাজা অনুষ্ঠিত

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবেদীনের (জং) জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে তার স্বজনরা জানিয়েছেন।

জানাজায় উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাবেক সভাপতি খন্দরকার মনিরুল আলম, সিনিয়র সাংবাদিক সাইফুর আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

এসময় উপস্থিত সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার (০৯ মার্চ) রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

‍** সাংবাদিক, ভাষাসৈনিক জয়নুল আবেদীন জং আর নেই

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এসএস/এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।