ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

খেলাঘ‌রের জাতীয় স‌ম্মেল‌নের উ‌দ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
খেলাঘ‌রের জাতীয় স‌ম্মেল‌নের উ‌দ্বোধন খেলাঘ‌রের জাতীয় স‌ম্মেল‌নের উ‌দ্বোধন / ছবি: জি এম মুজিবুর

ঢাকা: যে স্বপ্নে দেশ স্বাধীন হ‌য়ে‌ছি‌ল, সেই স্বপ্ন বাস্তবায়‌নের জন্য নি‌জে‌কে সত্য‌নিষ্ট রাখার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের ভি‌সি আ আ স ম আ‌রে‌ফিন সি‌দ্দিক।  

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় শিশু একাডে‌মি‌তে শিশু‌-কি‌শোর সংগঠন খেলাঘ‌রের দুই ‌দিনব্যাপী জাতীয় ‌স‌ম্মেল‌নের উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উ‌দ্বোধনী অনুষ্ঠান শে‌ষে এক‌টি বর্ণাঢ্যর্যালি রাজধানীর প্রেসক্লাবের সাম‌নের সড়ক ঘু‌রে আবার শিশু একা‌ডে‌মি‌তে এসে শেষ হয়।

 

'নির্যাতন নিপীড়ন কর‌বো শেষ, শিশুর হাসি‌তে ভর‌বো দেশ' স্লোগা‌নে এবারের স‌ম্মেলন অনুষ্ঠিত হ‌চ্ছে।  

অনুষ্ঠা‌নের সাংস্কৃ‌তিক আ‌য়োজ‌নে অংশ নেয় খেলাঘ‌রের পাঁচ শতা‌ধিক শিশু-কি‌শোর।  

অনুষ্ঠা‌নে ঢা‌বির উপাচার্য আরও ব‌লেন, ‌খেলাঘরের আর্দশ ও উদ্দেশ্য মে‌নে চ‌লে নতুন প্রজন্ম‌কে আন্ত‌রিকতার সা‌থে এ‌গি‌য়ে যে‌তে হ‌বে।

এসময় শা‌ন্তির প্রতীক পায়রা উ‌ড়ি‌য়ে ভাষা সৈ‌নিক ও রবীন্দ্র গবেষক আহ‌মদ র‌ফিক স‌ম্মেল‌নের উ‌দ্বোধন ক‌রেন।

ভাষা সৈ‌নিক আহমদ রফিক তার বক্ত‌ব্যে ব‌লেন, মুক্তিযু‌দ্ধের চেতনা আমা‌দের সংগ্রা‌ম ও শা‌ন্তি‌কে উজ্জী‌বিত ক‌রে। আমরা ভাষার জন্য আ‌ন্দোলন ক‌রে‌ছি, স্বাধীনতার জন্য প্রাণ দি‌য়েছি। সব আ‌ন্দোলন সংগ্রা‌মে আমাদের সংস্কৃ‌তি বি‌শেষ অবদান রে‌খে‌ছে।  

স‌ম্মেল‌নে আরও বক্তব্য রা‌খেন উ‌দিচী’র সভাপ‌তি শ‌ফি উ‌দ্দিন আহ‌মেদ।  

সভাপ‌তির বক্তব্যে খেলাঘ‌রের কেন্দ্রীয় ক‌মি‌টির চেয়ারপারসন মাহফুজা খানম ব‌লেন, দিন দিন বে‌ড়ে চল‌ছে শিশু হত্যা ও নির্যাতন। এস‌বের বিরু‌দ্ধে রু‌খে দাড়া‌নোর আহ্বান জানাই।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এসএ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।