শুক্রবার (১০ মার্চ) দুর্নীতিবিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে তারা নিজেদের এ অবস্থানের কথা জানান। রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করে।
প্রথমে পবা উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে সমাবেশে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীরা বাল্যবিয়েকে লাল কার্ড দেখায়। জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, নওহাটা পৌর মেয়র মকুবুল হোসেন, কাটাখালি পৌর মেয়র আব্বাস আলী, পবা উপজেলার ভাইস চেয়ারম্যান আশরাফুল হক তোতা, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্তি পরিচালক মজিবুর রহমান পাটোয়ারি জেলা উপ-পরিচালক লুৎফর রহমান।
এছাড়া দুর্নীতিবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশে রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এসএস/এএ