শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ধুনট এনইউ পাইলট মডেল হাইস্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম।
সভায় বক্তব্য রাখেন, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলাম, ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের সিদ্দিকুর রহমান, ধুনট এনইউ পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক তফিস উদ্দিন প্রমুখ।
এর আগে, ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি মহড়া প্রদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আইএ