শুক্রবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট মাদক ব্যবসায়ী, পাঁচবছরের সাজাপ্রাপ্ত একজনসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত মোট ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
জেলা পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। আটক মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে বিভিন্নস্থান থেকে এককেজি গাঁজা, পাঁচ লিটার মদ, ৪৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এনটি/টিআই