বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (০৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কল্যাণ মিত্র তাকে মৃত ঘোষণা করেন। সাকিব উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে ও গুঠিয়া নূরানী মাদ্রাসার হাফিজিয়ার ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে সাকিব বাড়ির পাশের খালে গোসল করতে যায়। এসময় খালের পাশে থাকা সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, সাকিবের মরদেহ ময়নাতদন্ত করতে না চাওয়ায় সে অনুযায়ী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এমএস/এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।