শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমেনার ভাই আলমগীর বাংলানিউজকে জানান, তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে। তিনমাস আগে আমেনার বিয়ে হয়। স্বামীর নাম জাহাঙ্গীর আলম। আমেনা ও তার স্বামী স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় একটি টিনশেট ভাড়া বাড়িতে তাদের বাস। তিনি (আলমগীর) তাদের সঙ্গেই থাকতেন।
শক্রবার সকালে আমেনার স্বামী কাজে বের হন। পরে তিনিও বাসার বাইরে চলে যান। এসময় আমেনা ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দরজা বন্ধ থাকায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তাতে উদ্ধার করা হয়। এরপর তাকে প্রথমে সমরিতা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এজেডএস/এসআরএস/আইএ