ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ফরিদপুরে হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে

ফরিদপুর: ফরিদপুর শহরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটের নিচ থেকে সূর্য খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এ মরদেহ উদ্ধার করে।

সূর্য খাতুনের বাড়ি ফরিদপুর শহরতলীর ইশানগোপালপুর ইউনিয়নের বারখাদা গ্রামে।

তার স্বজনরা জানান, সূর্য খাতুন তিন দিন আগে ওই হাসপাতালে ভর্তি থাকা তার এক স্বজনকে দেখতে আসেন। রাত ৯টার দিকে রোগীর জন্য ওষুধ আনতে নিচে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।  

এ ব্যাপারে কোতয়ালী থানায় বৃহস্পতিবার (৯ মার্চ) সূর্য খাতুনের স্বজনেরা একটি ‍সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ২ নং লিফটের নিচ থেকে পচা গন্ধ বের হলে কর্তৃপক্ষ অনুসন্ধান করে সেখানে একটি মরদেহ দেখতে পায়।

পরে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।  

সূর্য খাতুনের পরিবারের অভিযোগ, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হত্যার ব্যাপারে কোনো কিছু জানা নাই বলে জানিয়েছে।  

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন ‍আহমেদ বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আসল রহস্য জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।