শুক্রবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছয় নম্বর কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ মৃধাবাড়ী সংলগ্ন চাষাবাদের মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মোস্তফা উপজেলার ছয় নম্বর কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জমিতে মুগ ডাল তোলাকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে মোশাররফের পরিবারের সদস্যদের বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোশাররফ তার মা ও শ্বশুর মিলে মোস্তফার গলায় গামছা পেঁচিয়ে মাঠ থেকে টানতে টানতে রাস্তার পাশে আনেন। এসময় মোস্তফা মারা যান।
পরে স্থানীয়রা এ ঘটনা দেখে ধাওয়া করে ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের ঘটনায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা করা হবে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আরবি/আরএ