শুক্রবার (১০ মার্চ) দুপুরে জামগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মান্নান জামগ্রাম গ্রামের মজিবর রহমানের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, মান্নান জেএমবি নেতা বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার একাধিক মামলা আছে। দীর্ঘদিন যাবত তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জামগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এনটি