শুক্রবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
মওদুদ বলেন, আমাদের এখনও জনসমাবেশ, মানববন্ধন, মিটিং ও মিছিল করার জন্য অনুমতি নিতে হয়।
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে বগুড়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি জনসমাবেশও করেছেন। এসব নির্বাচনী বিধির মধ্যে পড়ে কিনা, তা জনগণ জানতে চায়।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক মন্তব্য করে মওদুদ বলেন, ব্যক্তিগত ট্রাস্টের যে মামলা হয়েছে, সেখানে সরকারের কোনো অর্থ জড়িত নেই। আর কেউ নিজের স্বামীর নামে ট্রাস্টের অর্থ লুটে খায় না, এটা জনগণ বোঝে।
তিনি বলেন, নাইকো মামলার আসামি ছিলেন শেখ হাসিনা। তিনি নিজের নামে মামলা খালাস করে নিয়েছেন। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার নামে মামলা ঝুলিয়ে রেখেছে সরকার। এখান থেকেই বোঝা যায় দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই।
সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্মমহাসচিব মজিবুর রহমান সরোয়ার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এএম/আরআর/টিআই